১)
অনাস্বাদিত শব্দরাশিতে চেনা ফুলের সুবাস।
মৌনতা সরিয়ে মুখরতা খুঁজি ।
গভীরতায় সাজে বুঝি
চির অভিসারিকা
সেজন।


২)
নিঃশব্দের স্তব্ধতা ভেঙ্গে বিদীর্ণ দশদিশি
কৃশকায় নদীটা বর্ষায় টলায়মান
দুপারের সাঁকোটা দোদুল্যমান
সন্ত্রস্ত জীবনমরন
কি হয় কখন।


৩)
বিগত বৎসরের রাক্ষসী ঝড় সে সয়েছে
ডাল পালাতে মোকাবিলা করেছে।
আশঙ্কাতে মুণ্ডিত অহংকার ।
সবুজের সমারোহে
উন্নতমস্তক।


৪)
রসালের দিন বুঝি ফুরিয়ে এলো
নানা স্বাদের রসনার বিদায়।
উৎসব শেষে বিসর্জন ;
আগামীর প্রতিক্ষায়
বিষণ্ণহৃদয়।