ধনুকভাঙা পণ রাস্তায় অনশন
আমরা ভবিষ্যৎ আদরের সন্তান।
হয়েছি আজ নিঃস্ব
দেখুক সারা বিশ্ব ।
অধিকার থেকে বঞ্চিত
বঞ্চিত সে অর্থ, কার ঘরে আজ সঞ্চিত?


হয়েছি ষড়যন্ত্রের শিকার
জনতার কাছে তাই দরবার।
ঠিক যেন পাই ন্যায্য বিচার।
ফিরিয়ে দাও হৃত অধিকার।


চাইছি, চুরি হয়ে যাওয়া চাকরি
যতক্ষণ না শূন্যহাতে পাচ্ছি নিয়োগপত্র  
          রাস্তায় হবে ঘরবাড়ী।
নীল আকাশটা আজ ছাদ হয়ে গেছে
রোদ বৃষ্টি বন্ধু হয়ে
ভয়কে জয় করতে শেখায়।
          সেটাই ছিল দরকারি।।
          
ধনুকভাঙা পণ রাস্তায় অনশন
আমরা ভবিষ্যৎ আদরের সন্তান।