ডাক্তার বাবু-


        কাল যখন অনেক কষ্ট নিয়ে আপানার কাছে গেলাম, মনে হল যে আপনিই সেই মানুষ যে আমার পেটের ব্যথা মুহূর্তে ভাল করে দিতে পারেন। কিছু প্রশ্ন উত্তরে আকাশের মেঘ ফর্সা হয়ে গেল । বেশ কিছু পরীক্ষা নিরিক্ষার কাগজে বুঝে গেলেন লিভারে স্টোন, আশ্বাস দিলেন- ওষুধেই ভালো হয়ে যাবেন। এত কিছু ঘটনার ভিতর ঘন ঘন ফোন অঙ্গুলি-হেলনে বন্ধ করে দিচ্ছিলেন। কাগজে শেষ হস্তাক্ষর করেই ফোন ধরলেন। সাথে সাথে বললেন - সেকি ! আমি এক্ষুনি এ্যাম্বুলেন্স পাঠাচ্ছি। বাবা'কে নিয়ে হাসপাতালে সত্বর চলে এসো। দেখছি কি করা যায় অত চিন্তা করোনা । বাবার চেনা শোনা হার্ট-স্পেশালিষ্ট ব্যবস্থা করে রাখছি।
       আজ এখন অনেকটা সুস্থ। আপনার বাবার কথা ভাবছি, ফোনটা পেয়ে আপনার মুখটা জলভরা মেঘের মতন হয়ে গেছিল। জানি শুধু শুভেচ্ছায় কিছু হয়না তবু মনে মনে কামনা করছি আপনার বাবা যেন ভালো হয়ে বাড়ি ফিরে আসেন।


পুনঃ সাথে সাথে আরো বিশেষ করে চাইছি  আপনি/বা আপনারা যেন মনে প্রাণে সুস্থ থাকেন। আমরা যে আপনাদের উপর অনেকখানি ভরসা করি।



ইতি - আপনার গুণমুগ্ধ একজন
         মন্মথ রায় চৌধুরী


কালিকাপুর,কলিকাতা
০১/০৭/২০২১