প্রথমা : তুমি হেরে যাওনি, ক্রমশ কোনঠাসা হয়েছো
দ্বিতীয়া : নিজেকে অন্যের চোখে দেখে তুমি চমকেছ ?
তৃতীয়া : সাবধান ক্ষুদার্ত শ্বাপদেরা জমি জরিপ করছে
চতুর্থী : চোখের পলকে অনবরত শরীর অনাবৃত করছে
পঞ্চমী : নখে দাঁতে মাংসের ক্ষিদে, জিভে লালা ঝরছে
ষষ্ঠী : আদিম বুনো গন্ধ দুরত্বের বৃত্তটাকে ছোটো করছে
সপ্তমী : তুমি কি ভয় পেয়েছ ? খুব কি অসহায় লাগছে?
অষ্টমী : নিজেকে সঁপে দেবে নপুংসকের লালসার কাছে?
নবমী : তোমার কাছেও আগুন আছে জ্বালো দেখি একবার
দশমী : লেলিহান শিখায় ভয় পেয়ে ওরা পিছু হটবে এবার...