যে যেখানে আছে যেমন ভাবে আছে
নিজের মত একটা জগৎ তৈরি করে নিচ্ছে।
সেখানে অন্য কারোর নেই কোন অধিকার,
সেখানে সে আর আছে তার নিজস্ব সত্তা।
গোটা একটা পৃথিবী একদিকে পড়ে থাকে,
আর সে সম্পূর্ণ পৃথিবীর বিপরীতে।
সম্পর্কের সূত্রগুলোর নেই কোন প্রয়োজন।
শুধু থাকার দরকার একটা মুঠোযন্ত্র।


মগজ থেকে শুষে নিচ্ছে প্রতিনিয়ত জীবন রস।
দুচোখের রেটিনা থেকে নিয়ে নিচ্ছে দৃষ্টিশক্তি।
অনন্ত সমুদ্র সময় শুষে নিচ্ছে আঙ্গুল থেকে।
মুঠোযন্ত্রের মায়ায় ফসল বিকৃত কুসুমিত প্রাণ।
সবুজ বিপ্লবের আগে এদেশ পঙ্গপালে আক্রান্ত
কবি কিসের গান গাইবে? ধ্বংসের না সৃষ্টির।