আজ নয় কাল বিষণ্ণ ওই আকাশ বদলে যাবে।
আঁধার ভেঙে সূর্য আবার চেনাপথ খুঁজে দেবে।।


কে'বা কারা অবিরত হাসি চুরি করে,
গরম ভাতের খালায় কারা কাঁকড় দিচ্ছে ভরে।
ঝড়ের মুখে পথের বাঁকে সত্যকে চেনা যাবে।।


রাত বেরাতে মৃত্যুরা এসে জীবনকে করে শুন্য।
ভেদ বিভেদের প্রশ্নটা ক'রে ঐতিহ্য'কে ছিন্ন।
মজা নদী উজান তুলে মোহানাতে ঠিক যাবে।।


মুখোশ পরে মুখের হাসি লুকিয়ে আছে কোথায়?
বুকের পাঁজর ভেঙে গিয়েছে আপন জনের ব্যথায়।
আগুনঝরা আলোর মিছিল সবার ভাষা হবে।।