বুদবুদের মতন দিনগুলো কেমন ফুরিয়ে যায় ।
প্রাণহীন মাছের মতন চোখ কি যেন খুঁজে বেড়ায় ।
টুকরো হয়ে ঝরে যায়, ঠিক বুঝে ওঠার আগেই,
পাশাপাশি রেখে ছবি সম্পূর্ণ করবার চেষ্টা হয় ।


হারানো বন্ধুর মুখ দেখলে
       যেমন আনন্দ উপচে আসে ।
ঠিক তেমনি আকাশে
      সাদা মেঘগুলো বেড়ায় ভেসে ।


বাড়িতে খঞ্জনী বাজিয়ে
     আগমনী গান শুনিয়ে যেতো একসময় ।
কপালে ওদের চন্দন আঁকা,
      সময়ের মত হারিয়ে গেল কোথায় ?


অবাক বিস্ময়ে দেখতাম
        গ্যাসের বেলুন উড়ে যেত আকাশে ।
ইচ্ছা হতো লিখে দিই দু চার লাইন
        যে পাবে যেন ফিরিয়ে দেয় এসে।


অজগরের মতন রাস্তাটা পড়ে থাকে মৃতপ্রায়।
আজকাল যন্ত্রের মতন রাস্তাও নাকি বিকল হয় ?
ইচ্ছাগুলো সব মরে গেছে জীবনের পথে পথে,
তবু কাগজের নৌকা ভাসাই উজানের স্রোতে ।