দৌড় দৌড় দৌড় অদ্ভুত এক দৌড়
আলো অন্ধকার কেউ ভ্রুক্ষেপ করে না।
শুধু যেন তেন প্রকারেন জিতবার দৌড়
মানুষেরা কে কোথায় কেমন জানতে চায়না।
শুধু দৌড় দৌড় দৌড় রঙ বদলের দৌড়
এও নাকি এক খেলা জীবন আর মরনের।
নব নব পন্থায় পথ পরিক্রমার দৃশ্যাবলীর দৌড়
কে কত মিথ্যা বলতে পারে সেই প্রতিযোগিতার দৌড়।


ভুতের ভবিষ্যতের ভয়াল গল্প বলবার দৌড়
আলোকিত হতে নিজে নিজেই দীপ জ্বালানোর দৌড়
পেটের ভিতর খিদের হাঁপড়ের নিরন্তর অসম দৌড়
আজ আছে খাচ্ছি, কাল কি খাবো সেই ভাবনার দৌড়।


ছেলে মেয়েরা দৌড়ে ক্লান্ত কাজ খুঁজে জেরবার
ফাইফরমাশ খেটে খুটে নেতার কাছে পৌঁছানোর দৌড়।
প্রতিশ্রুতির পিঠেটা দোলে সেই আজব খুড়োর কলে
দল পাল্টায় দিন বদলায়, আমজনতার একই দৌড়।