বারুদ বুকে রেখে একটা '' না "
কখন যেন পায়ে পায়ে মুখে মুখে,
আজ স্ফুলিঙ্গ থেকে হয়ে গেছে
             দাউদাউ  দাবানল ।
ঘন ঘন রাতদিন নিরবে বিস্ফোরণ
এখন আর একা একা ধুঁকে ধুঁকে নয়,
না পাওয়ার মিছিল হয়েছে সরব
              ভাঙবো বাঁধার পাঁচিল।
একটা একটা করে ভাঙছি  ঘাঁটি
ফিরে ফিরে আসে পায়েতে মাটি,
আবছা আলোর রেখা আকাশে আঁকা
              জনতা খুলেছে খিল ।
আমি তুমি আর একা একা নয়
ফাঁকা বুকে লাগে দখিন বাতাস
দেখি না পাওয়া হাসির মুক্তাঙ্গন
            হবে আসান যে মুশকিল ।