অনেক হয়েছে চুপ করে যাও ফিরে
ঘরের ছেলে ঘরের মেয়ে শুনবনা আর কথা ।
মাথা উঁচু করে চোখেতে চোখটা রেখে  
এখনি বলব আমরা আমাদের শেষ কথা ।


বার বার ঘুঘু ধান খেয়ে যায়
ভিটে মাটি সব করে উজার ।
আমরা নাকি সব খেয়ে ফেলি
তাইতো নাকি আগুন বাজার।।


তোমার আকাশে ফাগুন আসে চাঁদ ওঠে
অমাবস্যার রাত আমাদের ভোর হয়না মোটে।


জন্ম থেকে মাঠে খেটেছি
ফসল ওঠেনি আমাদের ঘরে ।
কারখানা কলে শ্রম দিয়েছি
কখনো লক্ষী আসেনি এই ঘরে ।।