বিপ্লব জেগে ওঠে আরো একবার
ঘুমভাঙ্গা চোখে দেখে পৃথিবী আবার।
গুটিপোকা ছিঁড়েখুঁড়ে নবজন্ম আমার  
হয়েছে সময় হয়েছে সময় এইবার।

কৃষ্ণচুড়া আর লাল পলাশের আগুন
ধনুক ছিলাতে হবে শেষ মোকাবিলা।
তুমিও মানুষ আমিও মানুষ তবু কেন ভিন্নতা
ভিক্ষা নেবনা আর সইবোনা অবহেলা।


এ মাটির বুক যে কত স্বপ্ন দেখায়
পথ শুধু জানে কার ঘাম ঝরে যায় ।
তবু জোত্স্না ঝরে পড়ে তোমার থালায়
আমার স্বপ্নরা ধুঁকে ধুঁকে মরে প্রখর খরায়।।


উপবাসী মন শিকল ভেঙে প্রতিবাদী হয়
সবকিছু ফিরে পেতে বিপ্লবী বীজ বুনে যাই ।
কৌনিক দৃষ্টিতে যে আগুন ছাই চাপা থাকে।
দাউদাউ সেই আগুন আজ ভাষা খুঁজে নেয় ।