আচ্ছে দিন আসবে বলে এখনো কি বসে থাকব ?
            তোমার আমার আসেনি সেদিন
            আর ঘুম নয় এবার সকলে জাগব ।
বিশ্ব মাঝারে ঘুরে ঘুরে আজো হয়নি সে ক্লান্ত
            তোমার আমার  কপালটাকে
            জুড়তে আজ নিজেরা সপ্ন রচবো।
ছুটবে নাকি রথ? এসে যাবে নাকি রামরাজ্য ?
            তোমার আমার রক্ত ঘামেতে
            গড়া মূর্তি মাথা উঁচু করে দেখব !
মনের কথা শুনে শুনে আশা আলো সব পুড়েছে    
             তুমি আমি সেই আগুনে পুড়েছি,
             আর কবে বল মাথা তুলে সব দাঁড়াব ?
বুকের কলজে দুর্বল নয়, জীবনে আলো আনবই  
          কঠোর কঠিন দিন সরিয়ে আনব নতুন দিন
             এবার নাহয় জ্বালানি হয়েই জ্বলবো ।