এদেশটা বেশ চালাচ্ছে সরকার
তবু ও জনতা হচ্ছে যে জেরবার
সুন্দর দরবার দুরন্ত দুর্বার  ।
দেখো দুয়ারে তোমার সরকার
এ খেলা চলছে নিরন্তর
এ খেলা দেখছি নিরন্তর ।।


বণিকেরা সব বাড়াচ্ছে কারবার
সরকার যে তাদের মদতদার
এতো দিয়েও পেট ভরানো ভার
তাই খায় খায় শোনে শুধু জনতার ।
এ খেলা চলছে নিরন্তর
এ খেলা দেখছি নিরন্তর ।।


মাঠে কে ফসল ফলায়
কলে কে ঘাম ঝরায়
মান কে দেশের বাড়ায়
তবু ওরা কি যে পায়?
পোড়ায় আগুনেতে অন্তর
বোঝে না কি আছে আর করবার।


আজ এসেছে দিন কিছু করবার
এসেছে সময় জবাব নেবার
জানবে সারা দুনিয়া এবার
কতা শক্তি বোবা জনতার।
দুয়ারে চাইনা আর সরকার
দরবার হবে আজ জনতার।
এ খেলা চলবে নিরন্তর
এ খেলা দেখব নিরন্তর ।।



আজ কবিতা প্রিয় কবি বিভুতি দাসের জন্য উৎসর্গীকৃত ।