কিছু আশা কিছু স্বপ্ন নিয়ে
       পথ হাঁটছি আরো দুরে যাব ।
বুকের ভিতর আছে কিছু ইচ্ছা
        কিছু করব কিছু করে দেখাব ।
আছে সন্ধ্যাদীপের মত আলো
     সূর্যের মত আলো আমার নেই
দেখি কেমন করে আগলাবে পথ            
          স্বপ্ন আমার সফল হবেই ।
জন্ম আমার বন্ধ্যা মাটিতে
          পাইনি নদীর অমৃতধারা ।
মৃত্যুর সাথে করছি লড়াই
           এমনি আমি ভয় হারা ।
পাথরে পাথরে আগুন ফুলকি
           দাবানল হয়ে জ্বলবই  ।
বাতাসে বাতাসে বার্তা শুনি  
          ঝড় হয়ে ঠিক ফিরবই ।
জগতে যতো অবিচার আছে
          সহ্য করার ক্ষমতা রাখি ।
সত্যি কথা সোচ্চারে বলি
          স্পর্ধায় জীবন নদী আঁকি ।
সাগরের থেকে গভীর দৃষ্টি
         ঢাকবে কি করে কুয়াশায় ?
দুহাতে সরিয়ে এগিয়ে যাবই
         আমার সে স্বপ্ন ঠিকানায় ।