হিমের হাওয়া বয়েছে জোরে
মাটির উপরে আগুন ঝরে ।
দিগ দিগন্তে মিছিল বাড়ে
এমন ক্ষণে রই কি করে ঘরে ?


কি কর হে ঠান্ডা ঘরে
যখন মাথার ঘাম পায়ে ঝরে ।
কি যাও বলে গড়গড়িয়ে
ওতে কি আর ক্ষিদে মরে ?


ঝড় বাদলে আকাশ পথে  
দেখতে কি চাও কজন মরে ?
কেমন লাগে কোমর জলে
যখন ভাসলো ঘর প্রবল ঝড়ে ।


ভাতের জন্য করছি লড়াই
খর-কুটো সব যোগার করে ।
তাই এক চুল ও সব সরবনা
দেখি মাড়িয়ে কেমন যাও দুরে ?