জীবন আমার রবির আলোয় ছায়ায়
যাক মিশে যাক তাঁরই আলোক মালায়।
প্রকৃতিকে নোতুন করে দেখতে শিখেছি
ফাগুন জাগা গানে শ্রাবণ বৃষ্টিধারায় ।


ধর্মের আগে কর্ম চাই
কর্মে ইহলোকে হয় জীবন ধারন।
ধর্ম আসুক ক্ষুধা নিবৃত্তির পর
পরলোকের জন্য মানুষ মরবে যখন।


মানুষ নাকি সভ্য হয়ে উঠছে
ক্রমশ প্রকৃতি হরণ করে করে।
ততই আমরা পিছিয়ে পড়ছি
দিনে দিনে অসভ্য হচ্ছি অগোচরে ।


গোটা জীবনের সারকথা বুঝি
জেগে জাগিয়ে রাখার সৎ প্রচেষ্টা।
আসা আর যাওয়ার মাঝখানে
মানুষের জন্য ভাবা এবং হাঁটা।