তারুন্যের প্রকাশ ঘটবেই
নতুন দিনের জন্য ফুল ফুটবেই।
আশার লক্ষ্য নিয়ে স্বপ্ন পূরণ হবেই
সেই স্রোতে গ্লানি অভিমান ভেসে যাবেই।

হারিয়ে যায় সে মুহূর্তরা
কিছু রয়ে যায় স্মৃতিতে।
কিছু ফিরে আসে বার বার
কালের নিয়মের গতিতে।

কিছু কিছু ভুল ফুল হয়ে ফোটেনা
তাই সে হয় কঠিন কাঁটা।
কিছুর পরে কিছু জুড়ে জুড়েই
জাগে জোয়ার শেষে ভাঁটা ।

ব্যাথার সাথী খুঁজে পাইনা
সুখের সাথী আছে অনেক।
চলতে চলতে ক্লান্ত যখন
পথ বলে দেয় জিরোও খানেক।