গদ্যে যে চোখের জল ঝরে
পদ্য পাঠেও সেই জল ঝরে।
একই হৃদয় হতে একই নোনাজল
তবে কেন এত তর্ক স্বর্গ মর্ত পাতাল।


রাবণ জ্বলছে রাবণ জ্বলে পুড়ে ছাই হবে,
আবার আসবে রাবণ নতুন করে নতুন রূপে ।
আমরা যারা নিত্য জ্বলি শতেক অভাব পুড়ি,
আদিগন্ত পেটের খুদায়, রয়ে গেলাম অন্ধকূপে।


জগতে মা সূর্যের মত সত্য
জলের মত সহজ সরল উত্তাল নদী।
মমতাময় মাটির মত সর্বংসহা ...
তবু শেষ জীবনে তাঁর বড়ই দুর্গতি


জানো? কে হয়ে যায় কার খাদ্য
আমি তুমি সব্বাই ছুটছি ছুটছে গদ্য পদ্য।
কেউ খুঁজছে একমুঠো ভাত কেউ খুঁজছে শরীর
খাদ্য আর খাদক উভয় যখন কবির বরাদ্দ।