ভাবনার গভীরে মণি মুক্তা খুঁজি
পাইনে, যা পাই ঝুটা তবুও খুঁজি।
কিচ্ছু নেই সারা জীবনের পুঁজি
দুবেলা দুমুঠো সামান্য রুজি।


বলে যাও যত বাস্তব কথা
শোনেনা ওদের নেই মাথা ব্যথা।
গরিবের সেই এক ছেঁড়া কাঁথা
এটা জেনে গেছে একঘেয়ে তত্ত্বকথা ।
  
লক্ষ্মী আসুক ঘরে ঘরে
কাজ ফিরে পাক মজদুরে।
স্কুল খুলে যাক যাদু মন্তরে
বিভেদকামী যাওনা দূরে সরে।

এমনি পবিত্র অসন্তোষ প্রতিনিয়ত ঘিরে ধরে
       জীবন ধারার পাকে পাকে ।
উদ্ভ্রান্ত উন্মাদ যাযাবরের মত ছায়া খুঁজি
       যদি দেখা পাই পথের বাঁকে।