স্মৃতির জানলা খুলে রাখি
ঝাঁকে ঝাঁকে আসে কত পাখী।
কিছু কথা বলতে থাকে কিছু যায় উড়ে
কিছু হাসায় কাঁদায় কিছু গায় সুরে বেসুরে।


স্মৃতির ভিতর মাঝে মাঝে হারিয়ে যাই
মণি মুক্তা হাসি কান্না সবই খুঁজে পাই।
যত্ন করে রাখি মুছে ফেলি চোখের জল
আর একটা মন কথা বলে যায় অনর্গল ।


দূর থেকে ভেসে আসে পূরানো সুর
কে যেন বলে যাবে নাকি সেই মধুপুর।
মন বলে হেসে যেওনাকো অত বেশি দূর
সে তোমার কাছেই আছে নাম যে হৃদয়পুর।


জীবনে যত কিছু দিতে আর নিতে জানতে চাই
     শৈশব কৈশোর যৌবন একে একে ছেড়েছি।
গুটিপোকা'র মত জীবন ছেড়ে নোতুন কিছু পাব
     মানসিকভাবে আমি ও সেই নদী হয়ে আছি।