জল্লাদের অট্টহাস্যে চারদিক গম গম
প্রাণের হাহাকারে হৃদ করে থম থম।
মৃত্যুর অপেক্ষায় কাঁপে যারা থর থর
ভর্তসনা নয় বরং প্রতিবাদে হও মুখর ।.


ও আসে লেপটে থাকে নাচে গান গায়
যখন খুশি দিনের রাতে যেমন ওর মন চায়।
তুমি আবার যেন কিছু মনে করোনা
      ভাল থাকলে ভাল থাকি বাঁচিয়ে বাঁচায়।

একদিন হয়তো ওই চা'ওয়ালি
       হয়ে যাবে সকলের নয়নমণি।
দেশ পৃথিবী শুনবে জীবন কাহিনী
       তার মুখ নিঃসৃত অমৃত বানী ।


শিক্ষার ঘরে তালা! ক্লাব কিন্তু খোলা
চেতনাতে মরচে! ময়দান আছে খোলা
কল কারখানা বন্ধ! খিদের রাজ্য খোলা
রাজার মুখটা বন্ধ! তলোয়ার কিন্তু খোলা।