না এখানে না ওখানে
বনপথ আজ ভাষাহারা।
এ যেন কাঁটা বিছানো অজস্র
কোথায় যে যাই লাগে দিশাহারা।

এপারে হাসি ওপারে কান্না
যেন সুয়োরানী আর দুয়োরানী ।
এ ও প্রকৃতির এক খামখেয়ালীপনা
এখানে অভিশাপ ওখানে আশার বানী।

সুর তাল লয়ে গগনে যে রঙের ছটা
হৃদয়ে তখন সহসা মেলেছে ময়ূর পাখা।
কুহু কুহু মত্ত স্বরে কোকিল ডাকে যে কোথা?
এ'মন তখন গান গেয়ে ওঠে দূরে কেন আজ সখা।


এ বড় সত্যি কথা হে
ঈশ্বর ও যে ঈশ্বরীর ভর্তসনায় জর্জরিত।
তা'নাহলে এই বিশ্বব্ৰহ্মাণ্ড আজ স্বর্গ হতো
মানবের বদলে এত দানব সৃষ্টি কি হতো?