দারুন করে কালবৈশাখীকে এনে দিলে
তৃষ্ণা বারিতে শুষ্ক হৃদয় ভরিয়ে দিলে।
ঘন ঘন বিদ্যুৎ ঝলকে চমকে দিলে
বৃষ্টি জলে ভিজে নোতুন প্রাণ দিলে।


সাদাপাতাগুলো সত্যিই কিছুই জানেনা
তবু অনবদ্য প্রেম ফুটিয়েছে আবেগি বর্ণমালায় ।
ওরা জানে শুধু অকাতরে সহে যেতে
কেউ যখন কালির আঁচড়ে কেটে যায়।


কত নামে কত প্রেম
ঝরে ঝরে পরে ।
কতক পূজার থালায়
কতক এমনি মরে।


ভাল লাগা কথা
  বলে দেয় কত কথা।
থাকে অনেক না কথা।
       যা হয়ে যায় রূপকথা ।