সময় বড় আনমোল
সময়ের সাথে থাক দোলাচলে।
অলসতা সব দূরে ছুঁড়ে ফেল
নয়তো জীবন বড় গোলমেলে। ।

আসা যাওয়ার মাঝখানে
মায়া মমতার চাদর বিছানো।
ছেড়ে যেতে করে মন কেমন
ইচ্ছা মনে এখানে ফিরব কখনো।

যে ছেলেটা শহীদ হোল দেশকে ভালবাসার জন্য
যে মানুষটা ছাড়ল দেশ স্বাধীনতা আনার জন্য।
যারা বুকটা চিরে রক্ত ঝরাল মাতৃভাষার জন্য
চিরদিন তাদের মাথায় রেখে চাই হতে চাই ধন্য।


এমন সৎ বোধিবৃক্ষ তাঁর ছায়া
  আত্মসাধন চেতনায় বড় মায়া।
প্রকাশে প্রচারে ত্যাগের প্রতীক তিনি
   দানে অনুদানে ধন্যা মধ্যমনি যিনি।