অনেকদিন আগেই সেই সলতে পাকানোটা শুরু হয়েছিল,
কিভাবে কেমন করে সামনের উত্সব দিন পালন হবে ।
ওরা থাকে ওপারে আমরা এপারে মাঝে ছিল কাঁটাতার ,
বন্ধন ছিঁড়ে দুই বাংলা আলো আশার পথ চিনে নেবে ।


অনেক অপেক্ষা শেষে হাজির হলো সেইদিন উজ্জল দিন
অতল গভীর থেকে কে যেন বারবার অন্তরে ডাক দেয় ।
মিলন সাগরে মিশেছে নদী, হাসি কান্নায় দোদুল্যমান,
দেখা না দেখা ছবির মানুষ সামনে এসে দুহাত বাড়ায়।


কেমন আছ? ভালো আছি ! চোখ মুখেতে ঝরছে যেন আলো ।
উঠলো জ্বলে মঙ্গলদীপ,শঙ্খ নিনাদ উলুতে শুরু মিলনমেলা ।
দুই বাংলা মিলে মিশে গেলো, তাঁদের আপন প্রানের গানে ,
চুপিসারে সময় সাক্ষী বলে গেল - এসে গেছে বিদায়বেলা ।