দুজনে আজ দুজনের তরে
তোরও ঝরে আমার ঝরে ।
গোপন কাঁদন মুক্তি খোঁজে
আমারও তাই সকাল সাঁঝে ।


ছিলাম ভুলে ভালবাসায়
রাত কেটেছে মধুচন্দ্রিমায় ;
হটাত দেখি সকালবেলায়
ফুলশয্যায় আছি শুন্যতায় ।


আকাশ মেঘের সখ্যতায়
সাথী তোর মৌসুমী বায় ;
ভীম কালো এক দানব এসে
হরণ করে পালায় শেষে।


চোখের জলে কপোল ভাসে
তোর জলেতে দুকুল ভাসে ;
ঝাপসা চোখে প্রিয়কে খুঁজি
সাগর দেখতে উজানে বুঝি?


গ্রাম নগর পেড়িয়ে যাবি
লোনা জলে গা ভাসাবি ।
তোর বুকেতে ভীষন টান
উথাল পাথাল তোর পরান


মনে পড়ে কি আমার কথা
ভিতর বাহির বিরহ ব্যথা ;
দেখা পেলে সই বলিস তারে
পথ চেয়ে রই পথের ধারে ।



কবি সমীর প্রামানিক এই কবিতা উত্সর্গ করে দিলাম । এই কবিতার প্রেরণা তাঁর ।