বৃষ্টি ভেজা পথ ধরে ধীরে চলেছি
         ভিজে যাচ্ছে সারা শরীর
চোখের কান্না অনবরত ঝরে চলেছে
এমন বৃষ্টি হলে আমার কান্না আসে
জমানো যত দুঃখ একে একে ডাকি
ওরা মিছিল করে আসে কালো পোশাকে
সারিবদ্ধতায় পাশে পাশে সাথে সাথে
কেউ কেউ মুষ্ঠিবদ্ধতায় প্রতিবাদী সুরে
কেউ কেউ মুচকি হেসে পাশ কাটায়
কেউ কেউ বলে ওটা ছিল ইচ্ছকৃত
প্রক্রারান্তরে ওরা বলে ভুলে যেতে-
এমনটা মনে রেখে কষ্ট পেতে নেই
আমি ভোলার চেষ্টা করি, কিন্ত পারিনা
আরো বেশি বেশি করে দৃশ্যপটে ভাসে
চোখের জল বৃষ্টির জলে মিশতে থাকে
আমার বেশ লাগে,ভাবি অন্যরা টের পায়না
শুধু জিহ্বাতে লোনাস্বাদ, মনে করিয়ে দেয়
''তুমি এখন কাঁদছ, কাঁদো আরো কাঁদো
নিজের দুঃখ উজার করে দাও বৃষ্টি জলে
তোমাকে তো ঘন ঘন চোখ মুছতে হবেনা''
এভাবেই ভিজতে ভিজতে হেঁটে বহুদূর
যখন বৃষ্টি থামে তখন দুঃখরাও ফুরায়
          চেনাজগতে আবার ফিরে আসি
এক্কেবারে নব্যনতুন চিকন চিরসবুজ হয়ে
আমার সেই একলা থাকা চিলেকোঠায় ।