বৌমা এই নিয়ে তিন তিনবার হোল।
এই সংসার কে এবার আলো দেখাও।
উপযুক্ত বংশধর এনে দাও
সে বংশে বাতি দেবে ।
বৌমা ভারি শরীর ঘুরিয়ে দাঁড়ায় মুখোমুখি।
ধিরে অথচ বৃষ্টিধারার মতো বলতে থাকে।
আগের দুই সন্তান মেয়েই ছিল
এবারেও নিশ্চিত জানি মেয়েই হবে।


শ্রাবণ মেঘের মতন ফনা উঠিয়ে বলে যায়,
অমন অলুক্ষনে কথা বোল'না বৌমা।
এবারে যদি পুত্র সন্তান না আনতে পারো,
তবে আমি আমার খোকার আবার বিয়ে দেব।


লক্ষ্মীর মতন পায়ে ছাপ রেখে বলতে থাকে,
মাগো, আমরা এখন অনেক আধুনিক হয়েছি।
কিন্ত কেউ কেউ পড়ে আছি আদিমে;
তাই পুত্র আর কন্যাতে করে বিভেদ।
আপনার খোকা চায় ফুটফুটে পুতুল মেয়ে,
আধুনিক যন্ত্রও তাই বলেছে, আমার সেই ইচ্ছা।
এবারে আর ভুল করবনা মা, সে আসবেই
আপনার সংসারে অশুর বিনাশিনী, সে যে দুর্গা।