জ্বলছে শুধু জ্বলছে
অভিমান জমছে সবুজ পুড়ছে
বুকের ভিতর অপরিমেয় খাক জমছে
চাহিদার সাথে তাল মেলাতে সব শেষ হচ্ছে ।


কারা যেন হাসছে
চুল থেকে নখ জরিপ করছে
খাদ্য খাদক সম্পর্কের বৃত্ত ছোট হচ্ছে
প্রকাশ্য দিবালোকে চোরাস্রোতে বালি কাটছে ।


অসহায় জন কাঁদছে
এক একটা দিন আতঙ্কে কাটছে
প্রতি রক্তের ফোঁটায় ঘৃনা পুঞ্জিভূত হচ্ছে
আকাশের নীল খুঁজতে প্রাণশক্তি উজ্জীবিত হচ্ছে ।


ওরা সঞ্জীবিত হয়েছে
চাবুকের রক্তধারা মুছে নিয়েছে  
অশ্রুধারার বদলে আগুনের ফুলকি ঝরাচ্ছে
চমকিত বিজুরিতে এখন অসুরেরা মুখ লুকাচ্ছে ।