দুর্যোগের রাত ঘন ঘন বিদ্যুত্‍ চমকে উঠছে
বিকট শব্দ করে সাপের চেরা জিভ চেটে নিচ্ছে
আকাশের বুক। আর ঝলসে ঝলসে দাবানলের
মতন আলোরা অন্ধকারে কাকে যেন হন্যে হয়ে
খুঁজে চলেছে । কাকে কোন অপরাধীকে শাস্তি
দেবার ষড়যন্ত্র চলছে । হটাত্‍ ঝড়ের ঝাপটাতে
নাগরিক জীবন স্তব্ধ । যেন সৃষ্টির আদি খেলা
চোখের সামনে বিদ্যমান। এমন ধারা হলে
কতো কী চিন্তা হয় ! কালকের সকাল কী
সত্যি সত্যি দেখতে পারব। আশা করছি
প্রকৃতির এই পাগলামি নিশ্চয় থেমে যাবে ।
সত্যিই হটাত্‍ বাতির আলোয় স্পষ্ট দেখি
টালির বাড়ির শিশুটা মা মা বলে কাঁদছে ।
জিজ্ঞাসা করতেই কান্না থামিয়ে বলে ওঠে,
মা বাড়ি ফেরেনি, দুটি খেতে দেবে আমায়।
এমন এক দুর্যোগেও মানুষের খিদে পায়!
           খিদে বড় সর্বনাশা ।