পাল্টে যায় নদীর গতি
পাল্টে যায় জীবনের কবিতা।
হারিয়ে যায় পবিত্র মুখ
হারিয়ে যাচ্ছে শান্ত ছবিটা।
হাহাকার ধ্বনি বারবার শুনি
সাগর থেকে মাটি পাহাড়।
রাত্রি দিন সবাই খাচ্ছে
খেয়ে খেয়ে সব করছে সাবার।


দিতেই থাকে নতুন কথা
পূরানো মদ নতুন বোতলে।
আশ্বাস পেয়ে জনগণ ভাবে
দিন এসে গেছে প্রভুর শিকলে।
ভিক্ষার ঝুলি সব হাতে হাতে
থাক পড়ে সব পায়ের তলে
দিচ্ছি দেব আরও দেবো
আগে আগুন নেভা,চোখের জলে।