সম্পর্ক


এতো প্রকৃতির মতন ভালবেসে নিজেকে নিঃশেষ করে দেওয়া।
তৃষ্ণার জল সেচের জল দিয়ে জলাধারের ফুরিয়ে যাওয়া।
ফুলগুলো ফুটিয়ে উদ্ভিদের মরে যাওয়া
আলো দিয়ে জোনাকির শেষ হওয়া
কোনভাবে সম্পর্ক রেখে দেওয়া
পরগাছা পরজীবীর মত
থাকি শৈবাল সম
অবাঞ্ছিত নয়
এভাবেই
বাঁচি।


জৈবিক


কি হবে
কি করা উচিত
কে ভাল কে মন্দ
কে বলে অধিকসংখ্যক
নাকি খুব অল্পসংখ্যক থাকবে
কোনটা মানবিক কোনটা অমানবিক
নশ্বর এই জীবন, নশ্বর এই আদ্যপ্রান্ত পৃথিবী
একদিন এসেছি পেয়েছি, একদিন ছেড়ে চলে যাব
তবু রক্ত দেখার নেশা, আমার আমিতে প্রভুত্ব করার পেশা
একদিন সব শেষ হয়ে যাবে । সকল গর্ব খর্ব করে শুন্য থেকে শুন্যে।