অবসর


হাঁ স্যার ঘরেই আছেন।
কাল বিশেষ বিমানে বন্যা দেখে এসেছেন। বড় ক্লান্ত ।
৬০ এর উপর হয়ে গেছেন, পরিশ্রম করতে পারেন।
না সরকারী নিয়ম উনার জন্য প্রযোজ্য নয়।
উনি যে ক্ষণজন্মা। যা বলেন তাই সত্যি হয়।
স্যার এখন ঘুমাচ্ছেন
আপনারা দয়া করে বিরক্ত করবেননা
উনার অবসর নয়, বিশ্রামের খুব প্রয়োজন।
আপনারা একটু দেখে বুঝে নিন
সময় হলেই উনি আসবেন
আহা...। বলছি তো আসবেন... আসবেন ।।


ছুটি


আজ থেকে মনখারাপের ছুটি
চোখে চশমা হাতে লাঠি...
গম্ভীর স্বরে বলে দিলাম আজ তোমাদের ছুটি।
মনখারাপেরা দুষ্টু মিষ্টি হাসিতে ফেটে পড়ল।
সাথে সাথে বললাম - এই কথায় হটাত হাসি কিসের?
প্রথমজন বললে - না কিছুনা এমনি...
আর একজন বলল- আমরা আবার কখন আসব?
একজন হাসতে হাসতে বলে গেল একটা গোটা গল্প...
যার সারমর্ম এই যে তোমরাইত  আমাদের আবাহন করো
লোভের আগুন লেলিহান করে শুন্যতা সৃষ্টি করো।
তখনি আমরা ছুটে এসে তোমাদের সাবধান করি।


একথা শুনবার পর ওদের ছুটি বাতিল করে দিলাম।