লোভ


অধিক স্বর্ণ লোভের আগুনে
     শেষে রাজা কেঁদেছিল ;
তার সোনার মেয়ে হাতে পেয়ে
    কান্নায় ভেঙে পড়েছিল।
অথিক স্বর্ণ ডিমের ইচ্ছায়
    চাষা ও হতাশ হয়েছিল।
হাঁসটা মেরে বুঝেছিল শেষে
      কি ভুল নিজে করেছিল।


শব্দ


শব্দেরা কি মিথ্যে বলে?
শব্দের ইতিকথায় আত্মহারা হয়ে ছিলাম।
লুকিয়ে কান্নার কোন শব্দ আমায় দিতে পারো।
কিম্বা যন্ত্রণার চরমে অনাহত একটা শব্দ দাওনা।
স্তুতি আর স্থিতির শব্দে ঘর ভরেছি।
এই শব্দগুলোকে ছুটি দিয়ে দেব।
বরং নিস্তব্ধতার শব্দ খুঁজে যাব;
শহর নগর বন্দরে ক্ষেত খামারে ও
অনেক নীরব আর্তনাদের চাষ হয়।
একটু না হয় শব্দের জন্য ঘাম ঝরাব।