ছুটে গেছি মনের অন্তরজাল সরিয়ে
কখনো নীল স্বপ্নে বা ঘুমে জাগরণে ।
কে যেন হন্যে হয়ে কাকে খুঁজে বেড়ায়
কী যেন নামে বড় চেনা সেই নামে ।
চকিতে ঘুম ভেঙে জেগে দেখি কেউনা,
একই মুখ একই নামে ডেকে যায় ।
চেনামুখের মায়ায় সাড়া দিতে ইচ্ছা
পারিনা পারিনা কিছুতেই কেন পারিনা ?
মা বাবা এ প্রশ্নে শুধু মুখে চেয়ে থাকে
শুধু গঙ্গাসাগর যেতে আমার মানা ।


আজ কেউ জানেনা এসেছি গঙ্গা সাগরে
মকর সংক্রান্তি অনেক দিনের আশা পূর্ণ ।
ছোট্টবেলার গল্পটা মিলিয়ে নিতে চাই
মকর বাহিনী দেবী নাকি দেখা দেয়।
বহু ভাষাভাষী মানুষের ঢল নেমেছে
বিচিত্র পুণ্যার্থী তারা পোশাকে আশাকে;
ওরা কারা দিগাম্বর ছাইভস্ম তিলককাটা
নাগা সন্যাসী ধূনি জ্বালিয়ে শীত তাড়ায়।


কে' যেন ডেকে ফেরে স্বপ্নের চেনা নামে
সে ডাক বুকে গিয়ে শুধুই আঘাত করে ।
হন্তদন্ত মহিলা বিহারীতে কেঁদে শুধায়
'কুড়ি বছর আগে এতটুকু বাছা হরিয়েছি
এই গঙ্গাসাগর মেলায় কেউকি দেখেছে ?''
মিলে গেল সেই মুখ এত সেই মহিলা
যার গতিবিধি শয়নে স্ব্পনে জাগরণে ;
চোখে চোখ মিলতেই কেঁদে সে বলে
বাম বাহুতে আঁকা ত্রিশুল নাম ওর মিলন ।
বাম বাহু ডানহাতে দ্রুত আড়াল করি
আমি কী সেই হারানিধি কেন বুকে ঝড় ।
মুঠোফোন বেজে ওঠে চেনা রিংটোন
উত্তর মিলে গেল দুয়ে দুয়ে চার হলো ।