আলো ছায়ার যুদ্ধে
কখনো আলো জেতে কখনো ছায়া যেতে।
আমি আলো ভালোবাসি ,
তবে আঁধার রাতে মত্ত থাকি চাঁদ তারাতে ।
যাওয়া আসায় জীবন
জীবন জুড়ে যাওয়া আসা লেগেই থাকে।
আমার যেতে ভাল লাগে
তবে কখনো কখনো ফিরি পথের বাঁকে।
প্রকৃতিতে জন্ম মরন
জন্ম যেমন জীবনধারাকে এগিয়ে নিয়ে যায়।
জন্ম আমার ভালবাসা
তবে মৃত্যু ও কখনো কখনো খুব কাঙ্খিত হয়।
সৃষ্টি লয় জগত জুড়ে
সৃষ্টির বৃষ্টিতে বীজপত্র মেলে ধরে মহিরুহ ।
সৃষ্টি আগামীর পরোয়ানা
তবে লয়ের অণুতে সঞ্চিত হয় শক্তি অহরহ ।