এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি
পিছনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি ।
বাস কন্ডাকটর ঘন ঘন বলে চলেছে ,
এগিয়ে যান এগিয়ে যান পিছনের দিকে ।
তাই এগিয়ে যাচ্ছি...
ফেলে আসা লাশের গায়ে পা লাগছে
হাজার একর জমিতে কাশের দোলা দেখছি ;
বুকের বামে ব্যথা মেয়েটা কাল ফেরেনি।
অমলের বাবা দাদা ভিনরাজ্যে গেছে কাজে ;
আমরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি ।
সেতু উদ্বোধনে আনন্দ, ভেঙ্গে পড়লেই -
তখন যত দোষ সেই নন্দ ঘোষের ;
কম পয়সায় পেয়ে যাচ্ছি ভাতের চাল ;
প্রতি পাঁচে  প্রতিশ্রুতি শুনতে বাধ্য থাকছি ;
এভাবেই এগিয়ে চলেছি ...
এদলে নাম লেখালে পাবে সব পেয়েছির দেশ;
দাসখত করে মেনে নাও, যে তুমি মনুষ্য মেষ ;
মনে যদি নাও মানো মুখে বলো বাহ বেশ বেশ ;
সুযোগ বুঝে দল পাল্টে পড়ে নিও নতুন বেশ ।
দেখবে কেমন টগবগিয়ে এগিয়ে চলেছে দেশ ।