এই মৃত্যুর কি দরকার ছিল ?


একটা জীবন একটা পরিবার
একটা মানুষের চাওয়া পাওয়া ।
মুহুর্তে হয়ে গেল একমুঠো ছাই ।
যে মানুষটা বলে গেল ফিরে আসবো আর এলনা;
যে মানুষটা কথা দিল ফিরে আসি যাব মধুচন্দ্রিমা ।
যে মানুষটা বলেছিল,এসে উত্তরপুরষের মুখ দেখবে !
বাবার চোখ অপারেশন, বাস্তুভিটার চালাটা সারাবে ।
লাজুক মেয়েটা ছলছলে চোখে বলেছিল
          - বাবা তাড়াতাড়ি ফিরবে ।


তাদের আর ফেরা হলো না। কোনদিনো ফিরবেনা ।
ওদের অপেক্ষাতে পেরিয়ে যাবে দিন কাল সময় ।
ফিরে তারা আসবে প্রাণহীন কফিনে, রাষ্ট্রীয় মর্যাদায় !
চাঁদের জোত্স্না, সূর্যের সোনালী রোদ্দুর উপঢৌকন নিয়ে ।
চেস্টা চলবে চোখের জলের দাগ শুকিয়ে দেবার ।
প্রিয় মনের মানুষটা তখনো মনসাগরে সাঁতার কাটে ;


এই মৃত্যুর কি দরকার ছিল ?