এই যে তুমি নেই
তবু সময় তো বয়ে যায় নদীর প্রায় ।
গাছে ফুল ফোটে পাখী গান গায় ।
এপারের মাঝি ওপারে বেয়ে যায়।
সকালের সূর্যটা সাঁঝে অস্তে যায়।
হলুদ ঝিঙেফুল মাটিতে ঝরে যায়।
যেখানে যতো আলো অন্ধকার হয় ।
হটাত দরজা খুলে গেল চিলেকোঠায় ।


তুমি কি তবে এলে
তোমার চলার ধ্বনি কি বাতাসে এনেছ ।
আজো কি সেই চেনা ফূল গন্ধ মেখেছ।
বিনি সুতার দুটি মালা যত্নে গেঁথেছো ।
নিভে যাওয়া মোম গলানো রাত পেয়েছো।
দুজনার হৃদস্পন্দন এখন এক হয়েছে ;
সেই না গাওয়া গান সুর খুঁজে নিয়েছে ;
এখন আর কোনো দিন চাইবোনা পিছে ।