আমার দুঃখরা রাস্তায় দাঁড় করিয়ে
    অবিরাম প্রহার করে দিয়ে বিবেক ছড়ি।
কখনো হেসেছি কখনো কেঁদে ফেলেছি
        কখনো করেছি আছাড়ি পিছাড়ি।
আমি নাকি ভীষণ লোভী আর ভোগী
        হাতে নাতে ফলাফল পেয়েছি ।
ঘুড়ির সুতো লাটাই থেকে ছেড়ে গেছি
      ঘুড়ি ভোকাট্টা কাছে পেতে গিয়ে।
ডুব দিয়ে নাগাড়ে ঝিনুক কুড়িয়েছি
      পাইনি মুক্তো সময় গেছে বয়ে।
ইচ্ছারা তাড়িয়ে নিয়ে গেছে বারবার
      নতজানুতে পাইনি কিছুই চেয়ে।
বছর বছর অনন্ত অপেক্ষার শেষে
   আয়নাতে মুখ দেখতে বলেছে মেয়ে।
আমার বুকেতেও আছে সমুদ্র প্রেম  
    নিবিড়ভাবে পাইনি মেটেনি সে ইচ্ছে ।
এইতো সময় এক আকাশ কান্না লুকাবার  
    বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে ।