থাকবোনা, বেশ কয়েকদিন দেখা হবেনা।
       জীবনটাকে আলোকিত করতে যাব।
আর সবাইকে তো হৃদয় খুলে বলতে
       পারিনা যে তুই আমার আলো ।
তোকে ছাড়া ভাবলেই দেশটা বিদেশ হয়।
       কেন বলতো? এমন মনে হয় ?
নদীর পাড়ে কৃষ্ণচূড়া গাছের বেদীতে
      এখন থেকে অন্য কেউ থাকবে ।
সূর্যটা লাল সিঁদুরের টিপ হয়ে ডুব দেবে
      দিনের শেষ আলোটুকু নিয়ে যাবে।
ভুল করে ওইখানে চলে যাসনা খুঁজতে
      আমি নেই, তোর মন খারাপ হবে ;
আমি তখন অনেক দুরে অন্য শহরে
      ডুবে যাওয়া সূর্য্যটাকে দেখছি ।
তোর মুখ আর জোনাকজ্বলা রাতছবি  
     পাঠিয়ে দিস আমার মুঠোফোনে।
এই শহর ভীষণ ব্যস্ত শুধু ছুটে চলেছে
     ছুটতে ছুটতে বড়ই ক্লান্ত শ্রান্ত।
তোর পাঠানো ছবি দেখতে দেখতে
     আমার নির্ঘুম চোখে ঘুম নামবে ।