এখন গভীর রাত
তুমি কি জেগে আছো?
ঘড়ির কাঁটার টিক টিক কী একঘেয়ে লাগছে!
জানলা দিয়ে সফেদ রোদ্দুর তোমার বিছানায় ;
জানি সেই রোদ্দুরে শরীর মন পুড়ে যাচ্ছে।
একটা জোনাকি ভুল করে তোমার মেঘ চুলে,
তার টিপ টিপ আলোতে তুমি অনন্যা।
এখন আরো গভীর রাত
তুমি জেগে ছটফট করছো?
সমানে ডানা ঝাপটে যায় অজানা পাখীটা
দুরে বোধ হয় ক্লান্ত পাহারাদার হাঁকছে
'' জাগতে রহো... জাগতে রহো...
জলার ধারে ঝোপে কে দ্রুত সরে যায়।
প্রতি শব্দ মাথার ভিতরে স্টিরিওফোনিক
এক পৃথ্বী তৃষ্ণা নিয়ে কি করে বাঁচবে;
জানি শুধু জলে সে তৃষ্ণা মেটেনা
অনবরত কখনো এপাশ কখনো ওপাশ
গভীর নিশুতি রাত
তুমি জেগে বিস্তর যন্ত্রনায়?
জানি জেগে ঘন ঘন নিঃশ্বাস ফেলছো;
সিলিং ফ্যান কি আর বাতাস দিচ্ছেনা
পাশের মাথার বালিশে সেই চেনা গন্ধ
জানালার গরাদ অন্ধকার শুষে নিচ্ছে।
অজান্তে তোমার চোখে জলের ধারা
নিরব কান্না আমাকেও জাগিয়ে রেখেছে
আমার চোখ দিয়ে শুন্যে ছবি আঁকছি
এখন তুমি যেমন আছ ঠিক তেমনি  থেকো
একটুও নড়বেনা
ভালবাসার দিব্যি দিলাম...