প্রিয় - বন্ধুরা


একটা সময় চিঠির খুব আদান প্রদান ছিল।
না এখন আর তেমন দিন নেই।
এখন ইথার তরঙ্গ বাহিত মেল ঢুকে পড়ে অন্দরমহলে।
এক্কে বারে ডেস্কটপে।
যা চাইনা তাও আসে যা চাই তাও এসে পড়ে টুপ করে।
ভাবছি কবে সেই দিন আসবে।
তবে জানি অপেক্ষার শেষ একদিন না একদিন হবেই হবে।
সেই দিন বলব চিৎকার করে।
দ্যাখো আকাশ বাতাস কাছের দুরের বন্ধুরা আমি পেরেছি।
শেষমেশ আমি স্বপ্নপূরন করতে চলেছি।
আমার মা আমার বাবা অনেকের ইচ্ছার মুল্য দিতে চলেছি।
কি ভালো যে লাগছে কি বলবো।
ও হ্যাঁ সেই স্বপ্নটা'যে কী এখনোতো আমি জানাই নি তোমাদের।
নিশ্চয় জানাবো, অবশ্য একটু একটু রাজা জানে।
ওকে বলেছিলাম, আমার বহুদিনের ইচ্ছা আশার গল্প।
এবার বলেই ফেলি রেগে যেওনা।
আমার কবিতার বই ''মেঘ বৃষ্টি রোদ্দুর' প্রকাশ পেতে চলেছে।
খুব শীঘ্র হয়তো, আজ মলাট দেখেছি।
কাল শেষবেলার পাণ্ডুলিপি দেখে রাখবার কথা হয়েছে।
তারপর আমার এক সমুদ্র আনন্দ, তোমাদের ভাগ করে দেব।
এই স্বপ্নপূরন গল্পে তোমরাও যে মহান কলাকুশলী ।


ইতি - রক্তিম