আর কত একা হবো, একা থেকে একা
নিরব রোদন স্তব্ধ গভীরতায় আছে ঢাকা।

শতাব্দী ধরে আবেগের নদী বয়ে গেছে ।
রুদ্র তার প্রখর তেজে লাবন্য পুড়িয়েছে ।


শ্রাবনের ধারাপাতে পাপ পুণ্য মিশেছে ।
আলো চুঁয়ে অন্ধকার বিস্তর জমেছে ।


জোনাকিরা অন্ধকারে পথ খুঁজে ফিরছে ।
বুদ্ধজ্ঞানে সংহিতা-সরণী শুধু মুক্তি যাচে ।