দিনকে দিন ক্লান্তি বাড়ছে
শরীরে যন্ত্রণা ঠিক তেমনি ।
ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর
চোখের দৃষ্টি কেমন ঝাপসা।
সিঁড়ি দেখলে বুকের ভিতর
কেমন যেন শীতের কাঁপন।
সবার আগে ভাগে ওষুধ কিনি
পরে খাবার কিনব যত্সামান্য।
বুক জ্বলে যায় কে কাকে বলে?
আমিও শুনি সেও শুনে যায় ।
বাকি সব কে যে কোথায় গেল
এমন বুঝি হয় নদী মোহনায় ?
ভাবি রাতে যখন বিছানায় যাই
কালকে সকাল দেখতে পাবতো?


কাল সকালে উলটপালট হলো
মুখে হাসি কিন্ত কাঁদছে কেন ওরা ?