গল্পের বই পড়তে শুরু করলে
তমাল যেন থামতে চায়না ।
এক নিশ্বাসে বই পড়ে,
যেন এই বইটা শেষ হলেই,
আর একটা গল্পের বই পড়তে পারবে ।
ঝড়ের বেগে ট্রেন ছুটছে কু ঝিকঝিক...
কখন যে কয়েকটা জোনাকী পোকা
   ট্রেনের কামরার ভেতরে,
কখনো জ্বলছে কখনো নিভছে ।
   তমাল কখন যেন আপনমনে বলে
অপূর্ব আশ্চর্য্য। জোনাকি ধরার চেষ্টায় ।
ঠিক সামনের সিটে বসা কাজলা মেয়ে;
প্রথম বৃষ্টির মতো ঝরঝরে দেখতে,
    সে ফিক করে হেসে ওঠতেই
চোখেতে চোখটা আঠার মতো আটকে গেল।
লাজুক ভাবে স্বগোতক্তি করে ফেলে  
  শহরে থাকি এমনটা কোনদিন দেখিনি ।
তাই এমন করে ফেলেছি,
    কিছু মনে করোনা মেয়ে !
মনে হলো মেয়েটা বুঝতে পেরেছে
ওর মায়ের নজর এড়িয়ে ঘাড় নাড়ল
  যেন ঠিক আছে ঠিক আছে ভাব ।
কিন্ত তার মায়ের চোখে ধরা পড়ে গেল  
  চকিতে জানলার দিকে চোখ সরিয়ে নেয় ।
  তমালের ঠোটেও চাপা এক জয়ের হাসি ।