একদিন ফুলের গন্ধের মতন হারিয়ে যাব  
খসে পরা রাতের তারাকে মনের কথা বলবে ।


একদিন বাউল বাতাসের মতন ফুরিয়ে যাব
সজনের গাছে দোল দিয়েছিলাম মনে পড়বে ।


একদিন গানের রেশটুকু নিয়ে মিলিয়ে যাব
আসে পাশে পাবেনা শুধু খুঁজবে আর খুঁজবে ।


একদিন মেঘের মতন অন্য রাজ্যে পাড়ি দেব
যতদুর চোখ যায় শুধু দেখবে আর দেখবে ।


একদিন নদীর স্রোতের মতন সুদূরে চলে যাব
নদীর তীরে দাঁড়িয়ে শুধু ভাববে আর ভাববে ।


একদিন আবার এই রাজপথে মিছিল দুলবে
সেদিন হয়তো আমার কথা বিশেষ মনে পড়বে ।


একদিন সোনাঝুরির পলাশের মতন শুকিয়ে যাব
সেদিন দিনপঞ্জিকায় কি কথা লিখেছি পড়বে ।


একদিন বৃষ্টি গভীর রাতে বিদ্যুত চমকে যাবে
'তুমি কোথায়' হয়তো সেদিন মনে মনে বলবে;  


তবে, একদিন আকাশের বৃষ্টি হয়ে ঝরে পড়ব
তখন কি আমাকে তুমি চিনে নিতে পারবে ?