এখনো বুকের তৃষ্ণা খুঁজে খুঁজে ফেরে তোমায়
এখনো পত্রকোরকে উন্মুখ কুঁড়ি জাগে রাতভোর ।
এখনো শুয়োপোকা পায়ে পায়ে গুটির সম্ভাবনায়
এখনো পাখির ঠোটে খড়কুটো বাসা বানাবার ।
       তবু সাগরের ঢেউ দিয়ে চলে যাও কোথায় ?
       তবু চাঁদের মতন রুটি গনগনে আগুনে সাজে ।
       তবু নাটোরের বনলতা রাত খোঁজে চৌরঙ্গিতে
       তবু চুল এলো করে সে গায় আকাশ কি বোঝে ?