এখনো জেগে ...
সারারাত চোখের পাতা এক করতে পারোনি
ভাবছো পাশের মানুষটা কোথায় কেমন আছে
এখন যে গভীর রাত ...
রাতের কোলে মাথা রেখে রাত ঘুমোতে গেছে
তোমার চোখের পাতায় ঘুম উধাও হয়েছে
পাখীরা যখন একে একে বাসায়  ফেরে
ক্লান্ত ডানা মেলে দিয়ে নিশ্চিন্তে নেয় বিশ্রাম
সেই মানুষটাও দুকামরার ঘরে ফেরার কথা
এককাপ গরম চায়ে বিস্কুট ডুবিয়ে চুমুক দিত
সেতো এখনো ফিরলনা ...
ঘড়ির কাঁটা একনাগাড়ে টিকটিকিয়ে বলতে থাকে
বারোটা বাজল এখনো কুমির এলোনা
জানলার পর্দা সরিয়ে উচাটন মন রাস্তা দেখে
রাত নিশুতিতে শেষ ট্রেন যাওয়ার শব্দ কানে
এই বুঝি বেজে উঠবে টিংটং পরিচিত ডোরবেল
মুঠোফোনে রিংটোন বাজুক, যেন কতদিন বাজেনি
হটাত্‍ একটা এসএমএস এসে যেতেও তো পারে
নাহ কিছুই যেন হয়না ...
বিশাল রাতটা হায়নার মতন চোখ জ্বেলে প্রতীক্ষায়
জিভ থেকে ঝরছে লালা বিশ্বগ্রাসী এক জান্তব ক্ষুধায়।