জীবনে মরনে বাঁচনে
প্রত্যেকটা মানুষ হয়তো একলা ।
আলো আঁধারে আশা নিরাশায়
একা একাই পার হতে হয় পথ একলা।
জীবনে শুরুর আগে
ভ্রূণ থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত।
একার লড়াই লড়েছি
আঁধার থেকে উদ্ভাসিত আলোর দিন পর্যন্ত ।


মায়ের বুকের উষ্ণতায়
বাবার হাত ধরে যেতে হয়েছে সফলতার চূড়ান্তে।
আশা নিরাশায় এগিয়েছি
পরিপন্থী ছিল চেনামুখ, সঙ্গ ছেড়েছি জান্তে অজান্তে।
সূর্যকরজ্জ্বলে ঝলসে গেছি
ফিরে দেখি সেখানে বৈভব দুঃখ ছাড়া আর কিচ্ছু নেই।
যারা রয়েছে মানে অপমানে
তারা সেলাম ঠোকে নিরাপত্তা চায়, আপন কেউ নেই।


যেদিন সব হারালাম
কেউ কেউ শব দেখে ঝরিয়েছিল অঝোরে কান্না।
অলক্ষে একা দাঁড়িয়ে দেখি
খসে পড়ছে মিথ্যার আত্মিয়তা, দেখছি অভিনয় কান্না।
আবার আঁধার ঘিরে ধরে
আবার শুরু হেঁটে চলা একটা ক্লান্ত পথে সম্পূর্ণ একলা।
স্মৃতিতে যারা দীর্ঘস্থায়ী
পাপড়ির মত একটা একটা করে ঝরিয়ে হই আবার একলা।